নীলের সাম্প্রতিক
আপনি সঙ্গীত অনুরাগী হোন, অথবা নাইবা হন, আমার বিশ্বাস এই পডকাস্টটি একেবারেই মিস করতে চাইবেন না | সব ধরনের সঙ্গীত প্রেমীরা এই পডকাস্টে ভালোবাসার কিছু না কিছু অবশ্যই খুঁজে পাবেন। যারা বিভিন্ন ধরণের নতুন শ্রুতিমধুর বাংলা গানের খোঁজ করছেন, তাদের সকলকে আমার অনুরোধ, আসুন আমার এই পডকাস্ট এ যার নাম "নীলের সাম্প্রতিক" | আমার বিশ্বাস আমাদের সকলের প্রচেষ্টায় তৈরী প্রতিটি গান আপনাদের সকলকে গাইতে, হাসতে, নাচতে এবং ভাবতে বাধ্য করবে, পরিতৃপ্ত করবে | আমাদের মতো সাধারণ মানুষের কথা মাথায় রেখে গানগুলি লেখা থেকে শুরু করে গাওয়া অবধি প্রতিটি ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া পাবেন| বলতে দ্বিধা করি না আমার গানগুলিতে মহাকাব্যিক কিছুই নেই, কিন্তু গানের ওই মিউজিক্যাল ডটগুলিকে এমন সুন্দর ভাবে সংযুক্ত করে এই গানগুলি তৈরী হয়েছে যা সত্যি প্রতিটি প্রজন্মের জন্য উপযুক্ত এই দাবি রাখতেই পারি|
প্রকৃত সঙ্গীত প্রেমীদের বিষয়ে এক মজার ব্যাপার হল যে তাঁরা শুধু গান শুনতে পছন্দ করেন না - তাঁরা সঙ্গীত সম্পর্কে কথা বলতে পছন্দ করেন, বিভিন্ন শিল্পীদের সঙ্গীত সম্পর্কে কথা শুনতে পছন্দ করেন । তাহলে দেরি কেন? শোনান আপনাদের সকলের কথা, আর শুনুন আমার নিজের কথা|