উত্তর বঙ্গের একটি জেলার একটি সুন্দর গ্রামে আমার জন্ম। শৈশব, কৈশোর সেই গ্রামেই কেটেছে। পরবর্তীতে শহরাঞ্চলে প্রবেশ। বর্তমানে বিবাহ সূত্রে দক্ষিণবঙ্গের অধিবাসী। আমি একজন গৃহকত্রী,যাকে বলে'হোমমেকার'।
জন্ম থেকেই একটি সদর্থক পরিবেশে, একটি রুচিশীল পরিবারে আমার বেড়ে ওঠা। আমাদের অভিভাবকেরা আমাদের ভাই_বোনেদের মধ্যে একটি নৈতিক, সাংস্কৃতিক, চারিত্রিক শিক্ষার বীজ বপন করার চেষ্টা করে গেছেন। এই বিষয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষা গুরুদের অবদান ও অনস্বীকার্য।
ছোটবেলা থেকেই একটু ছন্দ মিলিয়ে কথা বলার চেষ্টা করতাম হাস্যরসাত্মক ভাবে। পরবর্তীতে একসময় কোথাও যেন একটু ছন্দপতন হয়ে পড়েছিল কালের নিয়মে সংসার যাত্রায় প্রবেশ করার পর নানাবিধ কর্তব্য পালনের চিন্তায়।
বর্তমানে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করার কথা আমার ছোটদা বারবার বলতে থাকে। সেই আমাকে একপ্রকার জোর করে খাতা_কলম নিয়ে বসতে বাধ্য করে, একসময় যেটি আমি হাস্যচ্ছ লে করতাম তার
পরিস্ফুটন ঘটানোর চেষ্টা করে। সবসময় ওর এই সদর্থক পরামর্শ ও অনুপ্রেরণা আমাকে এই লেখার বিষয়ে ভাবতে সাহায্য করে এবং আমি লেখার ব্যাপারে মনস্থির করি। তার সংগে আমার উভয় পরিবারের কাছে
থেকে ও সহযোগিতা পায়। আমাদের বিদ্যালয়ের একপ্রণম্য শিক্ষা গুরুর আশীর্বাদ ও অনুপ্রেরণায় ওআমি লেখা শুরু করেছি।
আশাকরি অত্যন্ত সহজ, সরল ভাষায় আমার লেখনীর মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুর কবিতায় রূপদান করতে পেরেছি। যেগুলো পরিস্ফুটিত
হয়েছে আমার ছোটদার গায়কীর মাধ্যমে এবং যেগুলো শ্রোতাদের মনের গভীরে প্রবেশ করতে পারবে।